হোম > সারা দেশ > ঢাকা

ভারতের দাদাগিরি আর এই দেশে চলবে না: হাসনাত আবদুল্লাহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭: ০৪
পথ সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারতের দাদাগিরিও এই দেশে আর চলবে না। দিল্লি থেকে ঢাকার কোনো সিদ্ধান্ত নির্ধারিত হবে না।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল মোড়ে এক পথসভায় বক্তব্যে তিনি এই কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি আর এই বাংলাদেশ চলবে না। ভারতের দিল্লি থেকে ঢাকার মস্ত নির্ধারিত হবে না। দিল্লি থেকে এই দেশের গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না। পরবর্তী সময়ে বাংলাদেশে যারা শাসনক্ষমতায় আসবে, তারা দিল্লিমুখী না হয়ে, ভারতমুখী না হয়ে আপনারা জনতামুখী হোন। যারা দিল্লিমুখী হয়েছিল, তাদেরকে আমরা মাত্র ৪৫ মিনিটে সীমান্তের ওপারে পাঠিয়েছি।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘যারা আবার দিল্লিমুখী হচ্ছেন, ভারতমুখী হচ্ছেন, আপনারা নিকট অতীত ভুলে যাবেন না। মানুষের কাছে ফিরে আসেন, মানুষের কথা শোনেন আর জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন। আপনাদের সঙ্গে দেখা হবে লড়াইয়ে-সংগ্রামে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, আমাদের শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ওয়াসিম শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আবু সাঈদ শহীদ হয়েছে। এরপর হয়তো শহীদদের খাতায় আমার কিংবা আপনার নাম থাকতে পারে। আমাদের সবার নাম থাকতে পারে। কিন্তু বাংলাদেশ প্রশ্নে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা পরবর্তীতে আমাদের নাগরিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবু সাঈদ যেভাবে রক্ত দিয়েছে, আমরাও সেভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।’ 

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবির কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওই পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফিন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলীসহ কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা।

সাবেক মন্ত্রীর ছত্রচ্ছায়ায় ত্রাস, এখন যুবদল নেতা

শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

খিলগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

স্বর্ণালংকার-অর্থ উদ্ধারের পর ফেরত না দিয়ে বাদীকে মামলায় ফাঁসানোর হুমকি ওসির

সেকশন