হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক, চোর সন্দেহে পিটিয়ে মারলেন স্থানীয়রা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম রায়হান মিয়া (২২)। আজ সোমবার সকালে উপজেলার হাইজদী ইউনিয়নের কলাগাছিয়া তাতীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রায়হান একই এলাকার জালাল উদ্দিনের ছেলে। তবে স্বজনদের দাবি, রায়হান রাজমিস্ত্রি ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ভিন্ন কোনো ঘটনা ধামাচাপা দিতে তাকে চোর সাজানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী সবাইকে ডাক দিয়ে বলেন তাঁর ঘরে চোর ঢুকেছে, তিনি চোরকে দরজা বন্ধ করে ঘরে আটকে রেখেছেন। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে আটক করে বাইরে নিয়ে আসে ও পিটুনি দেয়। গুরুতর অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ফারুক হোসেনের স্ত্রী বলেন, ‘আমি সকালে ঘরের দরজা খোলা রেখে বাইরে টয়লেটে যাই। ফিরে দেখি রায়হান ঘরে ঢুকে আলমারি ভেঙে মালামাল চুরি করছে। সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে সবাইকে ডাক দেই। আশপাশের লোকজন এসে তাঁকে বের করে।’

তবে অভিযোগ অস্বীকার করে নিহতের বাবা জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে চোর না। সে কখনো চুরি করে নাই। তারে অন্য কোনো ঘটনায় চোর সাজায়া মারছে।’

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে সে মারা যায়। সে আসলেই চোর ছিল, নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে, তা নিয়ে তদন্ত চলছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭