হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চলন্ত বাস থেকে ছুরিসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ছুরিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকডাউন এলাকায় মৌমিতা পরিবহনের বাস থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটককৃতরা হলেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৯), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (২০) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৯) ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘গত তিন মাসে ঢাক-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছিনতাইকারীরা যাত্রীদের নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুটে নেয়। এর পরই ছিনতাইরোধে মহাসড়কের সাভার অংশের বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়। এসব তল্লাশি চৌকি থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা বাসে তল্লাশি চালানো হচ্ছে ।

শাহীনুর কবীর আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে