Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টাকা নিয়ে শাখা পরিচালক উধাও: কর্তৃপক্ষের ‘চাপে’ ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

টাকা নিয়ে শাখা পরিচালক উধাও: কর্তৃপক্ষের ‘চাপে’ ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

নরসিংদীর রায়পুরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিংয়ের কয়েক কোটি টাকা নিয়ে এক শাখা পরিচালক উধাও হওয়ার পর কর্তৃপক্ষ ‘চাপ’ সৃষ্টি করে। এরপর গত শনিবার বিষ পান করেন এরিয়া ম্যানেজার আব্দুল কাইয়ুম (৪৫)। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাইয়ুম উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। ডাচ্-বাংলা ব্যাংকের রায়পুরার ৩০টি এজেন্ট শাখা তাঁর অধীনে ছিল। টাকা নিয়ে উধাও শহিদুল ইসলাম লিটন উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

কাইয়ুমের স্ত্রী আমেনা বেগম বলেন, উপজেলার আলগী বাজারের সততা এন্টারপ্রাইজ নামে এজেন্ট ব্যাংকের কার্যালয়ে গত বৃহস্পতিবার তালা লাগিয়ে পালিয়ে যান শাখা পরিচালক লিটন। এর পর থেকেই কাইয়ুমের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করেন ব্যাংকটির আরএম রেদোয়ান মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সিএসবিও আনোয়ার ফারুক তালুকদার।

তাঁরা কাইয়ুমকে ডেকে নিয়ে গ্রাহকদের সব টাকা পরিশোধ করতে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেন। সেই চাপ সইতে না পেরে তিনি শনিবার সকালে বিষ পান করেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আব্দুল কাইয়ুম অভিযুক্ত আরএম রেদোয়ানের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ডাচ্-বাংলা ব্যাংক নরসিংদীর ম্যানেজার ইনচার্জ মো. আনিসুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হেড অফিসে যোগাযোগের পরামর্শ দেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। টাকা নিয়ে উধাও হওয়ার ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি বলে জানান তিনি।

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন

জাহাঙ্গীরের নামে হারুনের ফ্ল্যাট-প্লট, ক্রোকের নির্দেশ

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই