ঘন কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া রুটে এবং পৌনে ৯টার দিকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট রুটে ফেরি চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে এই দুই নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল বুধবার রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এদিকে একই কারণে সকাল ৬টা থেকে আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। কাজীরহাট থেকে আরিচা যাওয়ার পথে হামিদুর রহমান, শাহ আলী ও চিত্রা নামের ফেরিগুলো প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে। বিপরীত পথে যাওয়ার সময় ধানসিঁড়ি ফেরিও আটকা পড়ে।