হোম > সারা দেশ > ঢাকা

চাঁদপুরে ৩১ বাল্কহেড-ড্রেজারসহ ৬২ শ্রমিক আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮টি বাল্কহেড, তিনটি ড্রেজার জব্দ ও ৬২ জন শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ। 

আজ রোববার দুপুরে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশের পাঁচটি ইউনিট এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

চাঁদপুর নৌ-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পদ্মা-মেঘনা নদীতে বালু উত্তোলন এবং ড্রেজার চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু চাঁদপুর, শরীয়তপুর ও হিজলা এলাকায় কিছু অবৈধ ব্যবসায়ী বালু উত্তোলন করছে। আমরা অভিযান করেও সফল হতে পারছি না। কারণ আমাদের ফাঁড়ি ও থানার আশাপাশে কিছু তথ্যদাতা আছে। যে কারণে অভিযানের সময় তারা টের পেয়ে যায়। এখনো দিন ও রাতে বাল্কহেড চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়েছে। আটকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, রাতে অবৈধভাবে বাল্কহেড চলাচলের কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর আগেও চাঁদপুরে একাধিক প্রাণহানি ও দুর্ঘটনা ঘটেছে। নৌ পথ নিরাপদ রাখতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

হাদি হত্যা: মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার