প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কঠোর পরিশ্রম করছেন। তাঁর নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশ বিশ্বের এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বিশ্ববাসী এখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, এমনকি পাকিস্তানও এ দেশের উন্নয়ন দেখে হতবাক।’
আজ শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার খালপাড় সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় কাজ কর্ম নিয়েও ব্যস্ত থাকেন। এই দেশে প্রথম ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন।’
পাকিস্তানিরা বলেছিল বাংলাদেশে কোনো মুসলিম নেই উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘তাঁরা এ দেশের মানুষকে হিন্দু বানিয়ে ফেলেছিল। যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচারের হাত থেকে কোনো মুসলিম লীগ কোনো বাঙালি রেহাই পায়নি।’
দোহার নবাবগঞ্জের উন্নয়নের কথা উল্লেখ করে আগামীর সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই বলেও বক্তব্যে বলেন সালমান এফ রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদ্যাপন পরিষদের সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন—ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার।