Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ঘরে ঝুলছিল নারী পোশাককর্মীর লাশ, পাশে ‘প্রেমিক’কে লেখা চিরকুট

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

শ্রীপুরে ঘরে ঝুলছিল নারী পোশাককর্মীর লাশ, পাশে ‘প্রেমিক’কে লেখা চিরকুট
লাশের পাশে পাওয়া চিরকুট। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বদ্ধ ঘরে ঝুলছিল তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের লাশ। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার জৈনা বাজার এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বহুতল ভবনের দোতলা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রেমিককে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

তানজিলা উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের মো. তাজউদ্দিনের মেয়ে। তিনি পাশের জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘরের তালা ভেঙে ওই পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাশেই ছিল একটি চিরকুট। কয়েক মাস ধরে তিনি এই বাসায় থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, মাঝেমধ্যে একটি ছেলে স্বামী পরিচয়ে বাসায় আসতেন। তবে স্বজনদের দাবি, তাঁর স্বামী নেই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পাশে পড়ে থাকা চিরকুটে লেখা রয়েছে, ‘আমি নিজের ইচ্ছাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। তার জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনো কারণ না। কারণ আমি এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। আমি চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নাই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি তানজিলা। ভালো থেকো তুমি তুমার মহারানী তানিয়াকে নিয়ে।’

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন

জাহাঙ্গীরের নামে হারুনের ফ্ল্যাট-প্লট, ক্রোকের নির্দেশ

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা