Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালিয়ে গেল আসামি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালিয়ে গেল আসামি
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় পুলিশকে গুলি করে এজাহারনামীয় এক আসামি পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই আসামি পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে সজীব শেখ (২৮)। তিনি মারামারির একটি মামলার ২ নম্বর আসামি। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় এসআই শাহরিয়ারের নেতৃত্বে পুলিশ ফোর্স পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় মামলার আসামি সজীবকে ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব পালানোর জন্য দৌড় দেয়। এ সময় পুলিশ আসামির পিছু নেয়।

একপর্যায়ে আসামি ফাঁকা ফায়ার করে পালিয়ে যান। ফায়ার করার পরে পুলিশ সেখানেই থেমে যায়। সজীবের কাছে অস্ত্র ছিল পুলিশ তা জানত না। ওই আসামিকে ধরতে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে জানতে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ারে সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট চাঁদা না পেয়ে ছেলেকে মারপিট করায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পাট্টা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করে। ওই মামলার আসামি সজীব শেখ।

সেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস