Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জমানো টাকায় কম্বল কিনে বাড়ি বাড়ি পৌঁছে দিল ‘টিফিনবক্স’

কিশোরগঞ্জ প্রতিনিধি

জমানো টাকায় কম্বল কিনে বাড়ি বাড়ি পৌঁছে দিল ‘টিফিনবক্স’

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছিল কিশোরগঞ্জের স্বাভাবিক জীবনযাত্রা। তাপমাত্রা নেমে গিয়েছিল  ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার পারদ যখন প্রতিদিন নিম্নমুখী তখন তীব্র শীতের কষ্ট লাঘব করতে ‘টিফিনবক্স’ নামে এক সামাজিক সংগঠন বাড়ি বাড়ি পৌঁছে কম্বল দেওয়া শুরু করে। সংগঠনটির সব সদস্যই স্কুল ও কলেজপড়ুয়া। 

গত ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টিফিনবক্সের সদস্যরা তাদের জমানো টাকা ও পরিবার-পরিজনের কাছ থেকে নেওয়া সহযোগিতায় কেনা কম্বল শতাধিক অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন। কম্বল পেয়ে খুশি অসহায় মানুষগুলো। 

কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন সাজন, সদস্য সানজিদ আহমেদ প্লাবন, আকিদুল ইসলাম অপার, মলয় দেবনাথ, রাফা, নোমান, তানভীরুল ইসলাম বর্ণ প্রমুখ। 

মোজাম্মেল হোসেন সাজন বলেন, ‘টিফিনবক্স একটি সামাজিক সংগঠন। সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা নিয়েছি। যাদের সত্যিই শীতবস্ত্র তাদের চিহ্নিত করি। পরে তাদের কাছে গিয়ে দিয়ে নিজ দায়িত্বে শীতবস্ত্র পৌঁছে দেই।’ এ সময় তিনি প্রতিবছর এমন কর্মসূচি বাস্তবায়নে সবার সহায়তা কামনা করেন।

এ বি এম মূসা-সেতারা মূসার জন্মবার্ষিকীতে আজীবন সম্মাননা পেলেন আমানউল্লাহ

টাঙ্গাইলে পলিথিনবিরোধী পদযাত্রা

জাল সনদে সভাপতির পদ গেল বিএনপি নেতার, অধ্যক্ষকে শোকজ

প্রেমিকাকে ট্রেনে ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

‘বনে আসলে জীবনে মেরে ঝুলিয়ে রাখব’, শ্রীপুরে বন কর্মকর্তাকে যুবদল নেতার হুমকি

স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

অভ্যুত্থানে ৮৮১ নিহতের মধ্যে মাত্র ৩০০ জনের স্বজনের মামলা: এমএসএফ

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক মিজান

১২৪ কোটি টাকা পাচারের দায়ে বিসমিল্লাহ গ্রুপের এমডি-চেয়ারম্যানসহ আটজনের ১২ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন, স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু