ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। তাঁদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাঁদের বয়স আনুমানিক ৩০ ও ৩৮ বছর।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া জানান, র্যাব-১০ এর সদস্যরা তাঁদের হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় র্যাব-১০ এর সঙ্গে বন্দুকযুদ্ধে তাঁরা নিহত হয়েছে বলে জানা গেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।