হোম > সারা দেশ > ঢাকা

উত্তরার উড়ালসেতুতে বাস-প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসেতুর ওপরে বাসে-প্রাইভেট কারের চাপায় এক মোটরসাইকেলচালক মারা গেছেন। তাঁর নাম ইমরান চৌধুরী ইমন (৩৮)। তিনি মোহাম্মদপুরের বাবর রোডের জহুরী মহল্লার এফ-৩ ব্লকের মো. আব্দুল মোতালিব ও মনোয়ারা বেগম ছেলে। 

আজ শনিবার উত্তরা-টঙ্গী বিআরটি উড়ালসেতুর আবদুল্লাহপুর অংশে বেলা দেড়টার দিকে আন্তজেলা বাসকে ওভারটেক করতে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

সরেজমিন দেখা যায়, রাস্তায় পড়ে রয়েছে টাকাপয়সা, নতুন মোটরসাইকেল ও হেলমেট। মোটরসাইকেলচালক ইমরান চৌধুরী ইমনের নিথর দেহের সঙ্গে সেতুর ওপর পড়ে আছে জাতীয় পরিচয়পত্র ও মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স। ডান পায়ের পাতা কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে ইমরান চৌধুরীর। 

প্রত্যক্ষদর্শী ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলটি ঢাকা থেকে বহির্গামী ইকরা পরিবহনের একটি বাস ওভারটেক করছিল। এদিকে বিপরীতমুখী প্রাইভেট কার ও ইকরা বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।’ 

বিআরটি উড়ালসেতুর শ্রমিক আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উড়ালসেতুতে কাজ করছিলাম। হঠাৎ দেখি সেতুতে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তারপর এখানে এসে দেখি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে।’ 

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইকরা বাস ও একটি প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

শাফিন বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমরা ঘাতক বাস ও প্রাইভেট কারটি শনাক্ত করতে পারিনি।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়