হোম > সারা দেশ > গাজীপুর

মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী-শ্বশুর পলাতক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে ঘরের মেঝে থেকে আলেয়া বেগম (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী মোজাম্মেল হোসেন (২২) ও শ্বশুর আবুল হোসেন (৫০) পলাতক রয়েছেন।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একই দিন সকালে কালিগঞ্জ পৌর এলাকার উত্তরগাঁও গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ করে পুলিশ।

নিহত আলেয়া ওই গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী। তাঁরা স্বামী-স্ত্রী নিজের বাড়ির পাশের মতিউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন। পরে রাত আনুমানিক ১টার দিকে স্ত্রী গলায় ফাঁসি দিয়েছে বলে চিৎকার করে মোজাম্মেল। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ নিচে নামিয়ে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে এসে মার দেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করে। এ সময় মোজাম্মেল ও আবুল হোসেনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এসআই বলেন, হত্যা না আত্মহত্যা এই বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক সুরতহালে মরদেহের গলায় কাল দাগ পাওয়া গেছে।

ওসি মো. আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা হচ্ছে। নিহতের বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি