শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান বাদল খানকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গতকাল রোববার রাতে পৌরসভার বৈরাগীচালা নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা গ্রামের আব্দুল গফুর খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পৌরসভার বৈরাগীচালা নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার) তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’