নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, ‘কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। তবে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনো জানা যায়নি। আজ তাঁকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।’