Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

শূকরের বাচ্চা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা আহত
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে শূকরের বাচ্চা নিয়ে তর্কাতর্কির জেরে মারামারিতে জড়িয়েছেন বিএনপির দুই নেতা। এ ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলা কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন গাবসারা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ও একই কমিটির সাধারণ সম্পাদক তোতা মোল্লা। আহত দুই নেতাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সফিকুল ইসলামের ভাষ্য, কয়েক দিন আগে শতাধিক শূকর নিয়ে উপজেলার যমুনা নদীসংলগ্ন কুঠিবয়ড়া এলাকায় গেলে এক ব্যক্তির একটি গর্ভবতী শূকর দলছুট হয়ে কুঠিবয়ড়া এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে শূকরটি একাধিক বাচ্চা প্রসব করে। ওই ব্যক্তি খবর পেয়ে আলমগীর মোল্লার বাড়িতে আসেন এবং সপ্তাহখানেক সময়ের মধ্যে বাচ্চার কাছে কাউকে যেতে নিষেধ করেন। এতে ওই পরিবারের সদস্যদের ক্ষতির শঙ্কা থাকে বলে তাঁরা সেখান থেকে চলে যান।

এদিকে ধীরে ধীরে বাচ্চাগুলো একটু স্বাভাবিক আকারে এলে আলমগীর মোল্লার এক ভাতিজা আশিক মোল্লা পাশের একটি হিন্দু পরিবারের কাছে শূকরের বাচ্চাগুলো বিক্রি করে দেন। পরে শূকরের দলের দেখাশোনা করা ব্যক্তি খবর পেয়ে আবার আলমগীর মোল্লার বাড়িতে আসেন বাচ্চাগুলো নিতে। কিন্তু বাচ্চা বিক্রির কথা শুনে তিনি এর বিচার চেয়ে চলে যান।

এর পরিপ্রেক্ষিতে গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির এগিয়ে এলে তাঁদের সঙ্গে ওই শূকরের বাচ্চা বিক্রি করা আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার তর্ক হয়। একপর্যায়ে তাঁরা তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সফিকুল ইসলাম ফকির ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ছেলের দায়ের কোপে আ.লীগ নেতা খুন, মাঠে মিলল সেই ছেলের লাশ

মাদারীপুরে শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে হত্যা

যানজট নিরসনে উত্তরায় যৌথ বাহিনীর অভিযান, ২০টি দোকানপাট উচ্ছেদ

দরজিপাড়ায় মজুরি বাড়লেও কমছে কাজ

রাজধানীর বিজয়নগরে আন্দোলনে অসুস্থ গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা: এএজি-এপিপিসহ ২৯ জনের নামে হত্যা মামলা

৮৬৮ কোটি টাকা পাচার: ৪ জনের নামে অভিযোগপত্রে দুদকের অনুমোদন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ আসামির মৃত্যু

আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, আ.লীগ নেতা কারাগারে