হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মায়ের স্বাক্ষর জাল করে জমি দখল, দুই ছেলেসহ ৬ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের স্বাক্ষর জালিয়াতি করে জমির দখলের দায়ে দুই ছেলেসহ ছয় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালত এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন বাদীর ছেলে কামরুল আহসান ও একরামুল আহসান। দলিল লেখক ইউনুস মিয়া, সাক্ষী মির্জা ইমতিয়াজুল, বশির উদ্দিন ও দলিল শনাক্তকারী শাহাদাত হোসেন। রায় ঘোষণাকালে সব আসামি পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ নভেম্বর বাদীর সই জালিয়াতি করে দুই ছেলে ফতুল্লার পিলকুনি এলাকার ১২৭ শতাংশ জায়গা রেজিস্ট্রি করে নেন। এ ঘটনায় ২০১০ সালের ৪ মার্চ মা বাদী হয়ে দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

বাদীপক্ষের আইনজীবী আইনজীবী হুমায়ুন কবির বলেন, ‘মামলার বাদী কমরের নেহা অভিযোগ করেন তাঁর সই জালিয়াতি করে দুই ছেলে ১২৭ শতাংশ সম্পত্তি নিজেদের নামে দলিল করেছে। প্রকৃতপক্ষে বাদী এই দলিলে সই করেননি। জালিয়াতির কাজে সহযোগিতা করে দলিল লেখক ও দলিলের সাক্ষীরা। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজকে রায় দিয়েছেন। আসামিরা সাজা ভোগ করার বিষয়টি নিশ্চিত হতে পেরে পলাতক ছিলেন।’ 

মামলার বাদী কমরের নেহার সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার এই দুই ছেলে জমি দখলে নিয়ে পরিবারের অন্য সদস্যদের হক নষ্ট করেছে। আমি তাদের নিষেধ করলেও তারা কথা শোনেনি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭