Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মাছ বিক্রেতার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মাছ বিক্রেতার মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নুরনবী (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজার রেলক্রসিংয়ের পাশে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নুরনবীর বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী গ্রামে। বর্তমানে কারওয়ান বাজার এলাকাতেই থাকতো এবং মাছ বিক্রি করতো।

নুরনবীর সহকর্মী মো. জুয়েল কবির জানান, সন্ধ্যার দিকে একটি ট্রেন কমলাপুর থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এসময় রেলক্রসিংয়ের পাশ দিয়ে রেললাইন পার হচ্ছিল নুরনবী। তখন ট্রেন ধাক্কায় গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারওয়ান বাজার থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাগর-রুনি হত্যা: বাড়ির নিরাপত্তারক্ষীকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজধানীর মতিঝিলে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ডিসি নাজমুলসহ দুজনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেত্রী নিশিকে

ফরিদপুরে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজার শুরু, ক্রেতাদের স্বস্তি

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

বিয়াম ফাউন্ডেশনের ঘটনা পরিকল্পিত নাশকতা: বহুমুখী সমবায় সমিতি

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল