Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হরিরামপুরে ২ অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

হরিরামপুরে ২ অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত
নিহত সাগর হালদার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে সাগর হালদার (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বয়ড়া ইউনিয়নের পাটগ্রাম মোড় থেকে ইউপি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর বয়ড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের মৃত সুনীল হালদারের ছেলে। দুর্ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান।

স্থানীয়দের বরাতে সাগরের মামা জীবন হালদার জানান, গতকাল সন্ধ্যায় সাগর পদ্মায় মাছ ধরার জন্য অমিত নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশায় করে পদ্মা নদীর পাড়ে যাচ্ছিল। পথে পাটগ্রাম মোড় সংলগ্ন সড়কে আন্ধারমানিক গ্রামের চুন্নুর অটোরিকশার সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যান সাগর। সেখান থেকে সাগরকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বলড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সমীর বালো জানান, তাঁর ওয়ার্ডের মৃত সুনীল হালদারের ছেলে সাগর অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। সাগরের বাবা দুই বছর আগে মারা গেছেন।

ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, খবর পেয়ে নিহত সাগরের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

শ্বশুরকে জামাইয়ের ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের