হোম > সারা দেশ > গাজীপুর

৯৯৯ এ ফোন করে অপহৃত ছেলেকে ফিরে পেলেন মা

প্রতিনিধি, গাজীপুর

পুলিশের জরুরি সেবার কল সেন্টার ৯৯৯–এ ফোন করে অপহৃত ছেলেকে ফিরে পেয়েছেন এক অসহায় মা। ৯৯৯–এ ফোন পাওয়ার আট ঘণ্টার মধ্যে অপহৃত ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয় গাজীপুর মহানগর পুলিশ। অপহৃত ছেলের নাম রাসেল। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার বাসিন্দা। 

অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. মোক্তার হোসেন (১৯) ও মো. রিফাত হাওলাদার (২৫)। 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ–পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. জাকির হাসান জানান, গতকাল সোমবার (১৬ আগস্ট) রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে বাড়ি ফিরছিলেন রাসেল। হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা চারজন একটি প্রাইভেট কারে এসে রাসেলকে জোরপূর্বক তুলে নিয়ে যান। 

অপহরণকারীরা রাসেলের মোবাইল নম্বর থেকে তাঁর মায়ের নম্বরে ফোন দেন। রাসেলের মায়ের কাছ থেকে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। রাসেলের মা অপহরণকারীদের কাছে জানতে চান, আপনারা কোথা থেকে টাকা গ্রহণ করবেন? অপহরণকারীরা রাসেলের মাকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় আসতে বলেন। রাসেলের মা এরশাদনগর এলাকায় এসে জাতীয় জরুরি সেবা “৯৯৯”–এ ফোন করে তার ছেলেকে উদ্ধারের জন্য আকুতি জানান। 

রাসেলের মায়ের ফোনকল পেয়ে জিএমপির টঙ্গী পূর্ব থানার পুলিশ এরশাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় দুই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন