Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা লিট ফেস্টের দশম আসর শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা লিট ফেস্টের দশম আসর শুরু

মনিপুরি, ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য এবং বুড্ডিস্ট আধ্যাত্মিক সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট-২০২৩। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুল রাজাক গুরনাহ, ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ, বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।

উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী সাহিত্যিক আবদুল রাজাক গুরনাহ বলেন, ‘এই আয়োজনের শুরুটা বেশ চমৎকার। আশা করছি এখানে এমন কিছু দেখব, যা আমি আগে কখনো দেখিনি।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘মহামারির কারণে এবার সম্পৃক্ততা আগের চেয়ে কিছুটা কমেছে। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি।’

ঢাকা লিট ফেস্টের পরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘এখানে অনেক আলোচনা, বিতর্ক ও সৃজনশীলতার স্ফুলিঙ্গ দেখা যাবে। কী হবে, কী ঘটবে আগে থেকে ধারণা করা খুব কঠিন। আমরা যখন জানি কিছু একটা হবে, তখন আলোচনা সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়ায়। আমরা আশা করি এই নবস্ফুলিঙ্গ এখানে জেগে উঠবে।’

ঢাকা লিট ফেস্টের প্রযোজক ও পরিচালক সাদাফ সায বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে এই আয়োজন হয়ে আসছে। আমাদের সঙ্গে বিশ্বের নামকরা লেখকেরা অংশ নেওয়ায় আমরা সম্মানিত বোধ করছি।’

আয়োজকেরা আরও জানান, এবারের আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেস্ট অনুষ্ঠিত হবে।

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ