হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা, সাবেক স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে রাশেদা বেগম রুশি (৩০) নামে এক গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে স্বামী ও তাঁর সহযোগীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ১ লাখ টাকা অর্থদণ্ডও এবং অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়।

আজ বুধবার দুপুর দেড়টায় জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন—ফরিদপুর সদরপুর উপজেলা ডেউখালি গ্রামের আব্দুল বারেক মোল্যা ছেলে জাহাঙ্গীর মোল্যা (৩৮) এবং একই গ্রামের রহিম মাতুব্বরের ছেলে চুন্ন মাতুব্বর (৩৯)। আদালতের রায়ের সময় তাঁরা পলাতক ছিলেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী স্বপন কুমার পাল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুর সদরপুর উপজেলার ডেউখালী গ্রামের দণ্ডপ্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীর মোল্যা ২০০০ সালের ১৫ মে চরব্রাক্ষ্মণদী গ্রামের মৃত মুন্সি হারুন অর রশীদের মেয়ে রাশেদা বেগম রুশিকে বিয়ে করেন। পরবর্তীতে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরও একটি বিয়ে করেন। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন ও হুমকি-ধমকি দিতে থাকেন।

২০১২ স্বামী জাহাঙ্গীর পরিকল্পনা করে তাঁর সহযোগী চুন্নকে দিয়ে স্ত্রী রুশিকে ধর্ষণ ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। পরবর্তীতে সেটিকে আত্মহত্যা বলে প্রচার করেন। এই ঘটনায় ওই গৃহবধূর ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণের কথা উল্লেখ না থাকলেও পরবর্তীতে তদন্তে বিষয়টি উঠে আসে। মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত রায়ে দুজনের মৃত্যুদণ্ডে আদেশ দেন আদালত। এতে পাঁচজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা