জবি সংবাদদাতা
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার ও প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করে অবস্থান কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি।
আজ মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকাল ৮টা ৩০ মিনিট থেকে কর্মবিরতি শুরু করে। এটি চলে বেলা ১টা পর্যন্ত। এ সময় ১ ঘণ্টা ভাষাশহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন শিক্ষকেরা।
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, ‘২৬ ও ২৭ তারিখ ধারাবাহিকভাবে অর্ধদিবস কর্মবিরতি চলবে। আগামী ৩০ তারিখে আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করব। পরীক্ষা ও জরুরি কার্যক্রম এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তবে পরবর্তীকালে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। তখন আমাদের হলের প্রভোস্ট হলে যাবেন না, কোনো বিভাগের চেয়ারম্যান বিভাগে যাবেন না, ইনস্টিটিউটের পরিচালকরা ইনস্টিটিউটে যাবেন না। এমনকি যেসব শিক্ষকেরা প্রশাসনিক দায়িত্বে আছেন তারাও দায়িত্ব পালন করবেন না।’