Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা ৯ ঘর উচ্ছেদ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা ৯ ঘর উচ্ছেদ
বনের ভেতর অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা নয়টি ঘর উচ্ছেদ ও এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মেশিন দিয়ে ঘরে ভেঙে দেওয়া হয়।

যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সহকারীসহ বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসীন হোসেন এবং মির্জাপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় বনের জায়গা দখল করে গত কয়েক মাসে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছিল ওই এলাকার একটি চক্র। বিষয়টি টাঙ্গাইল বন বিভাগের মির্জাপুর রেঞ্জ অফিস জানার পর আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বনবিভাগ।

অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা
অভিযানে নয়টি ঘর উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অভিযানে বনবিভাগের জায়গায় গড়ে উঠা নয়টি ঘর এক্সাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া এক একর জমি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সাগর-রুনি হত্যা: বাড়ির নিরাপত্তারক্ষীকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজধানীর মতিঝিলে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ডিসি নাজমুলসহ দুজনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেত্রী নিশিকে

ফরিদপুরে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজার শুরু, ক্রেতাদের স্বস্তি

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

বিয়াম ফাউন্ডেশনের ঘটনা পরিকল্পিত নাশকতা: বহুমুখী সমবায় সমিতি

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল