নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব ওজোন দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এবারের বিশ্ব ওজোন দিবসের প্রতিপাদ্য ‘করব ওজোন স্তর সংরক্ষণ, রুখব জলবায়ু পরিবর্তন’। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৪০০–এর বেশি শিশু-কিশোর অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম শেখ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রাজিব সিদ্দিকী এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও জাতীয় প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক।