উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ভাটারা থেকে প্রায় সাত লাখ টাকা সমমূল্যের জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তাঁর নাম সাহেব আলী ওরফে মিরাজ (২৪)।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভাটারার নতুন বাজারের স্মার্ট হোস্টেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৬ লাখ ৯৮ হাজার সমমূল্যের জাল টাকার নোট জব্দ করা হয়। গ্রেপ্তার মো. মজনুর সাহেব আলী ওরফে মিরাজ কুষ্টিয়ার কুমারখালী এলাকার।
র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ভাটারায় অভিযানকালে সাহেব আলী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে মুজাহিদুল ইসলামের স্মার্ট হোস্টেল থেকে ৬ লাখ ৯৮ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘এ সময় ২০০ টাকা মূল্যমানের ১ হাজার ৯৯০টি, ১০০ টাকা মূল্যমানের ৩ হাজারটি জাল নোট এবং নগদ ২ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি হিসাব করার ডায়েরি, একটি স্টিলের স্কেল এবং দুটি অ্যান্টি কাটার উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এএসপি মাহফুজুর রহমান।