হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পাসপোর্ট অফিসের কর্মচারী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তাঁর স্ত্রী হাওয়ানুর আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুরে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার এজাহারে বলা হয়, আসামি মো. মোস্তফা কামাল খান দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনসহ সম্পদের মিথ্যা তথ্য প্রদান এবং ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। 

অপর দিকে আসামি মোস্তফা কামাল খানের স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলার এজাহারে বলা হয়, হাওয়ানুর আক্তার স্বামীর সঙ্গে পরস্পর যোগসাজশে কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ২৪ হাজার ৮০২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন ও ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকা মূল্যের জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন ও ভোগদখলে রাখেন। 
 
জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা ও ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭