হোম > সারা দেশ > ঢাকা

আনারসের পাতা থেকে তৈরি শাড়ি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: দীপু মনি

মানিকগঞ্জ প্রতিনিধি

‘আনারসের পাতা থেকে তৈরি শাড়ি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই উদ্ভাবন আগামী দিনে আশার আলো জাগাবে। জামদানি শাড়ি আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদরের চর বেউথা এলাকায় বেসরকারি সংস্থা ‘আলাপ’ উদ্ভাবিত জামদানি তৈরির কারখানা পরিদর্শনে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আলাপ’ দীর্ঘদিন গবেষণা করে আনারসের পাতা থেকে সুতা তৈরি করে তা দিয়ে সিল্কের কাপড়সহ নানান সামগ্রী তৈরি করছে। আনারস নিয়ে সংস্থাটি গবেষণা করে বিভিন্ন খাদ্যসামগ্রীর উপাদান তৈরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিল্পটি দেশের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। প্রয়োজনে শিল্পটির প্রসারে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে কারখানা পরিদর্শনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মো. মোস্তফা কামাল, জেলা প্রশাসক (ডিসি) রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার প্রমুখ।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন