Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্বামী প্রবাসে, ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন গৃহবধূ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

স্বামী প্রবাসে, ৩ বছরের সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন গৃহবধূ
রায়পুরা থানা। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে তারাবির নামাজের সময় শিশুটির মা শিরিনা আক্তার (২৫) তাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু আনাস মিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিনাকে বিয়ে করেন ডালিম। তিন বছর পর জীবিকার তাগিদে ডালিম সৌদি আরবে পাড়ি জমান। একমাত্র সন্তান নিয়ে শিরিনা শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গতকাল শনিবার রাতে তারাবির নামাজের সময় নাতির চিৎকার শুনে পাশের ঘরে নামাজরত দাদি গিয়ে দেখেন নাতির রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। ততক্ষণে শিশুটির মা পালিয়ে গেছেন।

তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, দাদি তা জানাতে পারেননি। স্থানীয়দের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এলাকায় ঘটনা জানাজানি হলে শিশুটির মাকে ধরিয়ে দিতে স্থানীয়রা মাইকিং করে। আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নাজমুল হোসেন লাশ হেফাজতে নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, হত্যার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে আজ রোববার সকালে উপজেলার হাসনাবাদের আমিরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে নিহত শিশুটির মা শিরিন আক্তারকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে বলে ওসি জানিয়েছেন।

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’