Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বিধ্বস্ত ভবন ঝুঁকিতে, ভেতরে গ্যাসের গন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বিধ্বস্ত ভবন ঝুঁকিতে, ভেতরে গ্যাসের গন্ধ

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে সবচেয়ে বিধ্বস্ত ভবনটি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা। 

আর ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। 

মঙ্গলবার রাতে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এসব কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে ভেতরে কেউ আটকা থাকতে পারে। পুলিশ থেকে শুরু করে রাজউক কর্মকর্তারা ভবন মালিকের সাথে কথা বলেছেন। ভবনের ভেতর থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভেতরে থাকা মালামাল সরিয়ে নিতে ফায়ারের কর্মীরা কাজ করছেন। এ ঘটনার পর ভবনটির বেজমেন্টে এখনও কেউ আটকা আছে কি না তাও দেখছেন ফায়ারের কর্মীরা।

আনিছুর রহমান মিঞা বলেন, ‘মনে হচ্ছে ভবনটিতে লিকেজ ছিল। এ কারণে অনেক গ্যাস জমে থাকতে পারে। হয়ত তখন কেউ ম্যাচের কাঠি জ্বালানোর ফলে এমন ঘটনা ঘটতে পারে। তবে ফায়ারের কর্মকর্তারা এখনো চূড়ান্তভাবে কিছু বলেনি।’

একই বিষয় তুলে ধরে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, ‘ভেতরে গ্যাসের গন্ধ পেয়েছেন ফায়ারের কর্মীরা। তবে এখনই বিষয়টি বলা যাচ্ছে না কি কারণে এমন ঘটনা ঘটেছে।’ 

সাইন্সল্যাব এলাকার বিস্ফোরণের সঙ্গে ঘটনার সাদৃশ্য আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, 'দুটি দুই ধরনের ঘটনা। ওই ঘটনায় আর এই ঘটনায় পৃথক রিপোর্ট দেয়া হবে। কী কারণে দুটি ঘটনা ঘটলো তা তদন্তে উঠে আসবে।’

আরও খবর পড়ুন: 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু