হোম > সারা দেশ > ঢাকা

মনিটর বন্ধ করে রাত ১২টায় ফল পরিবর্তনের অভিযোগ পরাজিত প্রার্থীর

টাঙ্গাইল প্রতিনিধি

মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস (পুরুষ) চেয়ারম্যান পদের ফলাফল পরিবর্তনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের খন্দকার সামছুল আরেফীন শরীফ। 

ধারাবাহিক ফল ঘোষণার প্রতিটি স্তরে এগিয়ে থাকার কথা উল্লেখ করে শেষ ১০ কেন্দ্রের ফলাফলে কারসাজি করে প্রতিদ্বন্দ্বী (তালা প্রতীকের) প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

আজ শনিবার বিকেলে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে খন্দকার সামছুল আরেফিন শরীফ, তাঁর স্ত্রী শামীনা খানম ও মেয়ে আয়েশা আরেফীন তাসনোভা উপস্থিত ছিলেন। 

তিনি জানান, ৮ মে রাতে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার সময় কন্ট্রোল রুমে ৮০টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পাশাপাশি জনসমক্ষে মনিটরে গ্রাফের মাধ্যমে প্রকাশিত হয়। ৮০ কেন্দ্রে টিউবওয়েল প্রতীকে ৩৯ হাজার ৪৫১ ও তালা প্রতীকে ৩৬ হাজার ৫১৬ ভোট প্রাপ্তির ঘোষণা আসে। ২ হাজার ৯৩৫ ভোট বেশি ছিল। পরবর্তী ১০ কেন্দ্রের ফলাফল দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে হঠাৎ মনিটর বন্ধ করে রাত পৌনে ১২টায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৬২ ভোটের ব্যবধানে তালা প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। বাকি ১০ কেন্দ্রের ফলাফল আমাদের পৃথকভাবে দেখানো হয়নি। 

তাৎক্ষণিক প্রতিবাদ করে সংশ্লিষ্টদের গুরুত্ব পাওয়া যায়নি দাবি করে খন্দকার সামছুল আরেফীন শরীফ বলেন, আমাকে হাইকোর্টে মামলা করার কথা বলে তাঁরা কন্ট্রোল রুম ত্যাগ করেন।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন