Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় পাটুরিয়া-আরিচা ঘাটে চলবে ২৩ ফেরি, ৩৩ লঞ্চ ও ৬৯ স্পিডবোট

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ঈদযাত্রায় পাটুরিয়া-আরিচা ঘাটে চলবে ২৩ ফেরি, ৩৩ লঞ্চ ও ৬৯ স্পিডবোট
ঘাটে ফেরি থেকে নামছে বাস। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি এবং আরিচা-কাজীরহাট নৌপথে ছয়টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।

এ ছাড়া দুই ঘাট থেকে যাত্রী পারাপারে বিভিন্ন ধরনের ৩৩টি লঞ্চ এবং আরিচা-কাজীরহাট নৌপথে দ্রুত যাত্রী বহনে ৬৯টি স্পিডবোট থাকবে। আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুস সালাম বলেন, ঈদে যাত্রী-যানবাহন নির্বিঘ্ন ও নিরাপদে পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া পথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট পথে ছয়টি ছোট-বড় ফেরি সচল রাখা হয়েছে। ফেরিতে যানবাহন ওঠানামায় ঘাটের পন্টুন ও অ্যাপ্রোচ সড়কের সংস্কারকাজ করা হয়েছে। যানজট নিরসনে ঘাটের এক কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে পদ্ধতিসহ ছোট ও বড় গাড়ির জন্য রাখা হচ্ছে আলাদা লেনের ব্যবস্থা। ঈদের তিন দিন আগ থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ প্রান্তের ৩৬ কিলোমিটার সড়কপথসহ নৌপথের দুটি ঘাটে মোতায়েন থাকবে ৬০০ পুলিশ সদস্য। নিরাপত্তা দিতে এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবাও।

এ তথ্য জানিয়ে জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টি ও ছিনতাইকারী প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, আনসার সদস্যরাও নিয়োজিত থাকবেন।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ