কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে মো. ইসমাইল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চরখামা এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইসমাইল হোসেন চরখামা গ্রামের নিলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শিল-পাটা কাটার কারিগর ছিলেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় পাশের কুরিখাই মেলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ইসমাইল হোসেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে কিছু দূরে আড়িয়াল খাঁ নদে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখে হালকা রক্ত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।