হোম > সারা দেশ > ঢাকা

পাবনা-৩: টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হলেন মো. মকবুল হোসেন 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মো. মকবুল হোসেন। এ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বেসরকারিভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে আলহাজ্ব মো. মকবুল হোসেনের প্রাপ্ত ভোট ১ লাখ ১৯ হাজার ৪৬৯ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হামিদ মাস্টার ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬৯ ভোট। 

এ ছাড়া আসনটিতে জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) পেয়েছেন ৭৩২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. বেল্লাল মোল্লা (আম) ৪৩০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ৪২২ ভোট, গণতন্ত্রী পার্টির খায়রুল আলম (কবুতর) ২৭৪ ভোট, জাসদের আবুল বাশার শেখ (মশাল) ১৭৫ ভোট এবং  বাংলাদেশ কংগ্রেসের মো. আজিজুল হক (ডাব) ২৫১ ভোট পেয়েছেন। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭৭১। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৯২২ জন ভোটার নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, আলহাজ্ব মো. মকবুল হোসেন পাবনা-৩ আসন থেকে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন