নারীর উন্নয়ন ও সমতা প্রতিষ্ঠায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে সিডও সনদের পূর্ণাঙ্গ অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল রোববার ‘অর্থনীতিতে নারী ও সিডও বাস্তবায়ন: পরিপ্রেক্ষিত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। আন্তর্জাতিক সিডও দিবস (৩ সেপ্টেম্বর) উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, আন্তর্জাতিক সিডও সনদের ২ এবং ১৬.১-এর (গ) ধারা দুটি বাংলাদেশের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ। কিন্তু সরকার নানা অজুহাতে এখনো ধারা দুটির অনুমোদন দেয়নি। যা নারীর উন্নয়নে ও সমতা প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে উঠেছে। এই ধারা দুটি অনুমোদন ছাড়া নারী বৈষম্য দূর হবে না।
আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, ‘৭২ এর সংবিধানে সর্বস্তরে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে। অথচ বাস্তবে এটা দেখছি না।