নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশি-বিদেশি শিশু পর্নোগ্রাফি কনটেন্ট সংগ্রহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিক্রি বা প্রদর্শনের অভিযোগে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. সবুজ হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানান সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক টিম নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে এই অপরাধীর সন্ধান পায়। পরে মঙ্গলবার গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অপরাধের কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার সবুজ নিজের পরিচয় গোপন করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দেশি-বিদেশি শিশু পর্নোগ্রাফি কনটেন্ট সংগ্রহ করে বিক্রি বা প্রদর্শনের উদ্দেশ্যে একটি ওয়েবসাইটে পোস্ট করতেন।
ডিএমপির রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।