Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকের বাসার গৃহকর্মী মৃত্যুর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে: ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিকের বাসার গৃহকর্মী মৃত্যুর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে: ডিবির হারুন

সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের ‘বাসভবন থেকে পড়ে’ কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। গৃহকর্মী কীভাবে মারা গেল সে বিষয়ে তদন্ত চলছে। আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে দোষী কেউ থাকলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ আজ সোমবার সাংবাদিকদের এ কথা বলেছেন। আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলাটি মোহাম্মদপুর থানায় হয়। বর্তমানে মামলাটি আমাদের ডিবি তেজগাঁও বিভাগে এসেছে। আসামিরা রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। গৃহকর্মী কীভাবে মারা গেল সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চলছে। আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে দোষী কেউ থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।’

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে পড়ে মারা যায় মৌলভীবাজারের এক চা শ্রমিকের মেয়ে প্রীতি উরাং।

এ ঘটনায় পরদিন তার বাবা লোকেশ উরাং বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সাংবাদিক আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করে মামলা করেন। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি