Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ডিআইজি মিজানের আপিল শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিআইজি মিজানের আপিল শুনানির জন্য গ্রহণ

তিন বছরের সাজা থেকে খালাস চেয়ে বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁর জামিন আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ এই আদেশ দেন।

গত ৪ এপ্রিল খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজানুর রহমান। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। মিজানুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ। 

এদিকে, আট বছর বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একই আদালতে এই বিষয়ে শুনানি হবে।’ 

এর আগে, ঘুষ গ্রহণরে মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ রায় দেন। রায়ে দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করেন আদালত। 

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদক ওই মামলাটি করেছিল।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু