হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৪ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে খননযন্ত্র বহন করা লরি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন তিনজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে গাড়ি দুটির সংঘর্ষ হয়। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন। 

ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তাঁদের মধ্যে কেবল একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। অ্যাম্বুলেন্সচালক মমিন (৪০) রাজবাড়ী জেলার কালুখালী থানার বোয়ালপাড়া এলাকার গুলজার খানের ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই চা খাওয়ার সময় হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। আমরা সাত-আটজন দৌড়ে গিয়ে দেখি সড়কে অ্যাম্বুলেন্স ও ভেকুবাহী লরির সংঘর্ষ হয়েছে। এতে রাস্তার দুপাশে অ্যাম্বুলেন্স ও লরি ছিটকে পড়ে আছে। আমাদের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসে। আমরা অ্যাম্বুলেন্সের গ্লাস ভেঙে আহতদের উদ্ধার করি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আসে ঘটনাস্থলে।’ 

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. রাসেল বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে খুলনাগামী ভেকুবাহী লরির সংঘর্ষ হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগের সিকদার মানিক সড়কের সামনে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান। আহত অপর তিনজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অ্যাম্বুলেন্সচালকের পরিচয় পাওয়া গেছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭