হোম > সারা দেশ > ঢাকা

ই-অরেঞ্জের ভুক্তভোগীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ভুক্তভোগীদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। মিছিল থেকে দুজনকে আটকও করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর পল্টনে জাতীয় মৎস্য ভবনের সামনে এই লাঠিচার্জ ও আটকের ঘটনা ঘটে। 

গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন ই-অরেঞ্জ ভুক্তভোগী কমিটির নেতা আশিক মাহমুদ অন্তু। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটকের পর তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পল্টনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন ভুক্তভোগীরা। প্রতারণার মাধ্যমে ই-অরেঞ্জ যে টাকা হাতিয়ে নিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। সারা দেশ থেকে আসা ই-অরেঞ্জ ভুক্তভোগীরা এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার পথে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত পাঁচজন ভুক্তভোগী আহত হন। 

মিছিলে অংশ নেওয়া আরিফুল ইসলাম বলেন, `আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছিলাম। পুলিশ তখনই হামলা চালায়।' 

লাঠিচার্জ ও আটক প্রসঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো মন্তব্য করেননি। 

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

সেকশন