Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রমজানের শেষ ১৫ দিন এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানের শেষ ১৫ দিন এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রো ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। তবে প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না। 

আজ রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

রমজানে সময় শেষে বাড়তি এক ঘণ্টা চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাত্রী চাহিদা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

এমএএন ছিদ্দিক বলেন, ‘ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এ ক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।’ 

নারীদের জন্য আরেকটি কোচ বাড়ানো সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ৬টি কোচ চলছে, ভবিষ্যতে ৮টি কোচ চালু না হওয়া পর্যন্ত নারীদের জন্য আলাদা কোচ বাড়ানো সম্ভব না।’ 

অন্যদিকে আসন্ন ঈদ-উল-ফিতরের দিন মেট্রোরেল চলাচল করবে না বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, ‘গতবারের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। রমজান মাসেও যথারীতি শুক্রবারই সাপ্তাহিক বন্ধ থাকবে।

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে