৩১ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের দুটি সংগঠন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এই হুঁশিয়ারি দেয়।
সংগঠনটির নেতাদের উদ্ধৃত করে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে।
নবম পে-স্কেল দেওয়ার জন্য অবিলম্বে পে-কমিশন গঠন এবং যাঁদের বেতন স্কেলের শেষ ধাপে আটকে গেছে, সমাবেশ থেকে তাঁদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
৩১ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার ঘোষণা না দিলে ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক ও সহসভাপতি আশফাকুল আশেকীন বক্তব্য দেন।