Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অবৈধভাবে বালু তোলায় কালকিনিতে ৩ জনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

অবৈধভাবে বালু তোলায় কালকিনিতে ৩ জনের কারাদণ্ড

আড়িয়াল খা নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে মাদারীপুরের কালকিনিতে জাহাঙ্গীর হোসেন (৩০), মো. রাজিব হোসেন (৩২) ও রিয়াজ হাওলাদার (৩০) নামে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। এ খবর পেয়ে বাশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযানে যান কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। 

দুই ঘণ্টা অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন, মো. রাজিব হোসেন ও রিয়াজ হাওলাদার নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক তিনজনের বাড়ি বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। 

কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীদের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন বালু ব্যবসায়ীকে কারাদন্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।’

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক