নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল রবি ও সোমবার লাগাতার ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।
আজ শনিবার সন্ধ্যার পর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুরু হয়ে মশাল মিছিলটি মালিবাগ রেলগেট হয়ে মালিবাগ মোড়ে এসে শেষ হয়।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।