হোম > সারা দেশ > গাজীপুর

সাভারের রানীর রেকর্ড ভাঙতে পারে গাজীপুরের টুনটুনি

এ বছরই গত মাসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেয়েছিল সাভারের 'রানী' নামের একটি খর্বাকৃতির (বামন) গরু। কিন্তু তত দিনে রানী নামের সেই দেশি জাতের বামন গরুটি মারা গেছে। এবার খোঁজ মিলল এমন আরেক রানীর। তবে এই গরুর নাম রানী নয় 'টুনটুনি'। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে আবুল কাশেম নামের এক খামারির বাড়িতে জন্মেছে দেশি জাতের বামন গরুটি। গত বছর সেপ্টেম্বর মাসে জন্মানো টুনটুনির বয়স বছর ঘুরলেও ওজন উচ্চতায় উচ্চতায় বামন হয়ে রয়েছে। গরুটির মালিকসহ স্থানীয়দের দাবি টুনটুনি নামের এই গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে রানীর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারে। 

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, লালচে সাদা বর্ণের খর্বাকৃতির একটি বকনা বাছুর মায়ের এপাশ কাটিয়ে ওপাশে ছোটাছুটি করছে। মা গরুটি মুখ নাড়াতেই আবার মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ছে। ছোট এই গরুটির নাম রাখা হয়েছে টুনটুনি। গত বছরের সেপ্টেম্বরে এই বকনা বাছুরটির জন্ম হলেও বছর ঘুরে বয়স অনুযায়ী গরুটির ওজন ও উচ্চতা সে হারে বাড়েনি। জানা গেছে, বর্তমানে পরিবারসহ আশপাশের গ্রামের বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টুনটুনি। 

গরুর মালিক কৃষক আবুল কাশেম বলেন, 'টুনটুনির ওজন ২১ থেকে ২২ কেজি হবে। উচ্চতা ২০ থেকে ২২ ইঞ্চি। আর লম্বায় মাথা থেকে পেছন পর্যন্ত ৩২ ইঞ্চি পাওয়া গেছে।' এ ছাড়া তাঁর ছোট বড় সাতটি গরু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে চারটি ষাঁড়, তিনটি গাভি। এই বাছুরটার জন্ম দেওয়া গাভিটার বেশ বয়স হয়ে গেছে। এই পর্যন্ত সে আটটি বাচ্চার জন্ম দিয়েছে। 

প্রতিবেশী কামাল হোসেন জানান, 'কদিন আগে টিভিতে দেখেছি সাভারের রানী নামের ছোট্ট গরুটি। এখন তার চেয়ে ছোট্ট গরু বাড়ির পাশেই। আমরা কখনো এমন ছোট গরু দেখিনি। খুবই চঞ্চল ছোট বাছুরটি। দেখতেও দারুণ আনন্দ লাগে। সারা দিন মায়ের পাশে পাশে ঘুরে বেড়ায়। আশা করি এটি বিশ্বের সব চেয়ে ছোট গরুর স্বীকৃতি পাবে।' 

এই বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ জানান, 'এমন খবর আমাদের জানা নেই। দ্রুত খোঁজ খবর নিয়ে দেখব। আমরা যাচাই বাছাই করে দেখব। এটি যদি সবচেয়ে ছোট গরু হয় তাহলে অবশ্যই গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতির জন্য আবেদন করবো।' 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, 'এমনটি হলে দ্রুত লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি। বিস্ময়কর গরুটি দেখতে যাব।' 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য