Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পিএসসির সেই গাড়িচালক আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ ও জমি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিএসসির সেই গাড়িচালক আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ ও জমি ক্রোকের নির্দেশ
সৈয়দ আবেদ আলী। ফাইল ছবি

প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সেই গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগের জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের সরকারি পরিচালক আল-আমিন সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আবেদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তদন্তকালে তাঁর মাদারীপুরের বিভিন্ন মৌজায় ২০টি দাগে বিপুল পরিমাণ জমির তথ্য পাওয়া গেছে। এসব জমির মূল্য ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।

এ ছাড়া ব্যাংকের বিভিন্ন হিসাবে বিপুল অর্থ লেনদেনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা স্থিতি রয়েছে।

তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তের সময় দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তিনি এসব সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অর্থাৎ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রশ্নফাঁসের মামলায় তিনি কারাগারে রয়েছেন।

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন