হোম > সারা দেশ > ঢাকা

গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাই করলেন যাত্রীরা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে চালকের গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত মোটরসাইকেল চালক মিজানুর রহমান (৪০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত মিজানুর রহমান হরিরামপুর উপজেলার সাকুচিয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি সাভারের নবীনগর পল্লিবিদ্যুৎ এলাকায় থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। 

মিজানুরের বোন শাহনাজ আক্তার জানান, গতকাল রাতে সাভারের নবীনগর এলাকা থেকে দুই যাত্রী পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার উদ্দেশে মিজানুরের মোটরসাইকেলে ওঠেন। পথে শিবালয় উপজেলার ইছাইল মেগাফিড কারখানা এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছন থেকে মিজানুরের গলায় ছুরি চালান তাঁরা। এ সময় মিজানুর সড়কে পড়ে গেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই দুই ব্যক্তি। 

শিবালয় থানা-পুলিশ জানায়, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিজানুরকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, আহত মিজানুর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পর তাঁর কাছে বিস্তারিত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে শিবালয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

সেকশন