ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে রাজধানীর বঙ্গবাজারের শত শত দোকান। সব হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজারো ব্যবসায়ী। আজ মঙ্গলবার ভোরে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ড প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এটা দুর্ঘটনা, কোনো নাশকতা নয়। দুর্ঘটনা হওয়ায় এখানে কারও দায় নেই। সব সংস্থা একসঙ্গে কাজ করেছে বলেই এত বড় আগুন অল্প সময়ে নিয়ন্ত্রণে নিতে পেরেছে। ঝুঁকিপূর্ণ থাকার পরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেটি খতিয়ে দেখা হবে।
মেয়র তাপস বলেন, বঙ্গবাজার মার্কেটটি ২০১৯ সালে করপোরেশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিলে সে সময় মার্কেট সমিতি নতুন ভবন নির্মাণ স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট স্থগিতাদেশ দেন।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বঙ্গবাজারের আগুনের ক্ষতির পরিমাণ নিরূপণ করে ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আরও খবর পড়ুন: