Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

২০ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

২০ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে মামলা

২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে নারায়ণগঞ্জের তারাব সাবেক পৌর মেয়র দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

উভয় মামলায় আসামি করা হয়েছে সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানকে। দুদকের ২০০৪ এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 

প্রথম মামলায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ১১১ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধ উপায়ে অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলায় তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে ছয় কোটি ৬৮ লাখ চার হাজার ৩৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

দুদক সূত্র জানায়, মাহবুব রহমান বর্তমানে মাহবুবু স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান। দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মোট ১৪ কোটি তিন লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এর মধ্যে এক কোটি ৫১ লাখ ৭১ হাজার ৬৮৫ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি টাকার বৈধ উৎস পায়নি দুদক। 

অন্যদিকে তার স্ত্রী মিসেস মহিমা রহমান গৃহিণী হলেও ছয় কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন এমন প্রমাণ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। এই সম্পদ তিনি তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে গড়েছেন। সেই কারণে তাকেও সহযোগী আসামি করা হয়েছে।

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানে একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির তল্লাশি

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত