Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঘিওরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুর

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ঘিওরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুর
ঘিওরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বরটিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আগুনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং ব্যানারসহ আসবাবপত্র পুড়ে গেছে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, প্রতিদিনের ন্যায় গতকাল সোমবারও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। আনুমানিক রাত ৯টার দিকে বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। আজ মঙ্গলবার ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয় ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়।

বরটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘সকালে বরটিয়ায় বাজার করতে আসা পথচারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর দেখে আমাকে ফোন করেন। আমি আমার নেতা-কর্মীদের নিয়ে সেখানে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা দেখে পুলিশে খবর দিই।’

বিএনপির অফিসে আগুনের প্রতিবাদে নেতা-কর্মীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বিএনপির অফিসে আগুনের প্রতিবাদে নেতা-কর্মীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বড়টিয়া বাজারের নৈশপ্রহরী হাশেম মোল্লা ও মো. ঘুটু মিয়া বলেন, ‘আমরা ভোর ৪টা ২০ মিনিটে বাজার থেকে বাড়িতে চলে যাই। আমরা কার্যালয়টির চেয়ার নিয়ে বাইরে বসে ছিলাম। ৪টা ২০ মিনিটে কার্যালয়ের চেয়ারগুলো সেখানে রেখে আমরা চলে গিয়েছি। তারপর কী হয়েছে জানি না।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি অফিসে আগুনের বিষয়টি অবগত হয়েছি। তবে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি। তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, ঢামেকে ভর্তি

ঈদ বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে জামায়াতের ইফতার মাহফিলে হামলার অভিযোগে বিএনপির বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলার বাদীকে ব্ল্যাকমেলের ঘটনায় থানায় সালিশ, প্রতিবাদে ঘেরাও

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ

সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শিবচরে ধর্ষণ মামলায় ক্লিনিকের মালিক গ্রেপ্তার

চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

শিশুটি অবক্ষয় আর বিচারহীনতার বলি

ধর্ষণের প্রতিবাদে ৫ দফা দাবিতে শামছুন নাহার হলের সাবেক ভিপির লাগাতার অবস্থান